ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

টানা নয়দিনের ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ

প্রকাশিত: ১০:১২, ২৭ মার্চ ২০২৫

টানা নয়দিনের ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ

ছবি: সংগৃহীত

ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। টানা নয়দিনের ঈদের ছুটি উদযাপন করতে সপরিবারে গ্রামের বাড়িতে ফিরছেন শহরের কর্মজীবী মানুষরা। সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এর ফলে রাজধানীতে ভ্রমণকারী মানুষের চাপ বাড়ছে, তবে রাজধানী ঢাকা একে একে ফাকা হওয়া শুরু হয়েছে।

রাজধানী থেকে পাড়ি দেওয়ার জন্য ঢাকা সিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। তবে অতিরিক্ত যাত্রীভাড়া এবং সেবা সংক্রান্ত নানা সমস্যার কারণে যাত্রীরা কিছুটা দুর্ভোগের মুখে পড়ছেন। অন্যদিকে, সড়কগুলোতে লম্বা যানজট সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে।

এদিকে, ঢাকার বিভিন্ন মার্কেট এবং শপিং মলে ইদের কেনাকাটাও তুঙ্গে। তবে, অনেকেই দাবি করছেন, ঈদযাত্রায় মানুষের চাপ এবং শহরের যানজট থেকে কিছুটা মুক্তি পেতে এখনই পরিকল্পনা করে বাড়ি ফেরার চেষ্টা করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, টানা ৯ দিনের বন্ধে এবারের ঈদ যাত্রা আরও আগের তুলনায় বড় আকারে ঘটছে। রাজধানী ছাড়ার খবরে গত কয়েক দিনের তুলনায় ঢাকার জনবহুল এলাকার দৃশ্য পাল্টে গেছে। শহরের বিভিন্ন প্রান্তে এক ধরনের শান্ত পরিবেশ বিরাজ করছে, কমে আসছে চিরাচরিত যানজট।


ঈদ উল ফিতরের আনন্দ এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য ঘরমুখী মানুষদের জন্য সবার জন্য নিরাপদ ও আনন্দময় যাত্রা কামনা করছে প্রশাসন

কানন

×