ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

নতুন করে দেশ গড়তে হবে : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৬, ২৭ মার্চ ২০২৫; আপডেট: ০৯:৪৫, ২৭ মার্চ ২০২৫

নতুন করে দেশ গড়তে হবে : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ , নীলফামারী জেলা শাখার উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  র‍্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সুলতান মাহমুদ । তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের অনেক ক্ষতি করেছে বিগত আওয়ামী সরকার। নতুন প্রজন্মকে নতুন করে জানাতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস। তাই নতুন করে দেশ গড়তে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। 
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, মুহাম্মাদ মাইমুন ইসলাম।
সভাপতিত্ব করেন, ইসলামী ছাত্র বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ জাকারিয়া হোসেন।

কানন

×