ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ব্যবসা বাঁচাতে "মাননীয়" বলতে বলতে মুখে ফ্যানা তুলে ফেলতেছি আমরা: শেখ মোহাম্মদ

প্রকাশিত: ০৬:১৪, ২৭ মার্চ ২০২৫; আপডেট: ০৬:১৫, ২৭ মার্চ ২০২৫

ব্যবসা বাঁচাতে

ছবি: সংগৃহীত

সোনালী লাইফ ইন্সুরেন্সের কোম্পানি পরিচালক শেখ মোহাম্মদ বলেছেন, ব্যবসায়ীদের জন্য যেসব আইন প্রযোজ্য, সেগুলো সহজ এবং স্পষ্ট হওয়া প্রয়োজন। তিনি বলেন, "আমি যদি কোনো ভুল করি, তাহলে আমাকে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়া হবে। এমন পরিস্থিতি হলে কেউ ব্যবসায় আসতে চাইবে না। আইন সহজ করার পাশাপাশি এর কমিউনিকেশনও সহজ করতে হবে।"

একটি টকশোতে আলোচনার সময় তিনি আমলাতান্ত্রিক জটিলতার কথাও তুলে ধরেন। তার মতে, "আমলাতন্ত্রের মানুষরা অত্যন্ত শিক্ষিত, ফলে আমরা তাদের ভাষা বুঝতে পারি না।"

টকশোর উপস্থাপক প্রশ্ন করেন, "আপনারা কথায় কথায় ‘মাননীয়’, ‘মহোদয়’ কালচার শুরু করেছেন, এটাও কি আপনাদের দায় নয়?"

জবাবে শেখ মোহাম্মদ বলেন, "এ ছাড়া কোনো উপায় নেই। ব্যবসাকে বাঁচিয়ে রাখার স্বার্থে ‘মহোদয়’ বলতে হয়, মনের মধ্যে যাই থাকুক না কেন।"

তিনি আরও বলেন, "আমি যদি ভুল করি, তাহলে বিচার হয়। কিন্তু একজন প্রশাসনিক কর্মকর্তা যদি ভুল করেন, তার ভুলের কারণে যদি দশজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন বা কোনো পোর্টে কনসাইনমেন্ট দেরি হয়, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এটাই লেভেল প্লেয়িং ফিল্ড।"

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নীতি-নির্ধারকদের আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি। 

সূত্র : https://youtu.be/9xXfpTSW4EA?si=vRAmkCGLU2aFdax7

আসিফ

×