
ছবিঃ সংগৃহীত
এক মাস আগে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছিল স্বামীর। মাদকাসক্ত স্বামীর অত্যাচার আর টাকা দাবি কোন ভাবে মেনে নিতে না পেরে অবশেষে স্ত্রী নিজেই বিচ্ছেদ ঘটিয়ে বাপের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। কিন্তু মাদকাসক্ত স্বামী এতেও ক্ষান্ত হননি। শেষ মেষ সাবেক স্ত্রীর সাথে ঘর সংসার করার সময় মোবাইলে ধারন করে রাখা অশ্লীল ভিডিও ফাঁস করার অভিযোগ উঠেছে দুলাল মিয়া নামে ওই স্বামীর বিরুদ্ধে। অতপর সাবেক স্বামীর বিরুদ্ধে সরাসরি থানায় মামলা দায়ের করলেন সাবেক স্ত্রী।
স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে পাকরাও করলেন অভিযুক্ত দুলালকে। তিনি এখন নীলফামারীর কারাগারে। বুধবার (২৬ মার্চ) পুলিশ জানায় উক্ত দুলাল মিয়া নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
অভিযোগে জানা যায়, মাদকাসক্ত ও নির্যাতনের কারণে ১ মাস আগে স্ত্রী তাকে তালাক দেন। সংসার চলাকালে দুলাল গোপনে স্ত্রীর সঙ্গে মেলামেশার ভিডিও মোবাইলে ধারণ করেন। গত ২২ মার্চ স্ত্রীর চাচাতো ভাইয়ের ইমোতে সেই অশ্লীল ভিডিও পাঠায়। সাথে ৩০ হাজার টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ভিডিও ছড়িয়ে দিবে মর্মে হুমকি দেয়।
কিশোরীগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, পর্নোগ্রাফি আইনের মামলায় দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
রিফাত