
ছবি: সংগৃহীত
রমজান মাসজুড়ে ‘ইফতার হোক সবার’ কর্মসূচির আওতায় সারাদেশে অন্তত লাখো পথচারীর মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে জেসিআই বাংলাদেশ। সংগঠনটির ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদের উদ্যোগে নেওয়া হয় এই মহৎ কর্মসূচি।
বিগত ২০ মার্চ (বৃহস্পতিবার) রাজধানীর গাবতলী এবং ব্যস্ততম টেকনিক্যাল মোড়ে এই কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করা হয়। জেসিআই ঢাকা প্লাটিনামের সদস্যদের সহযোগীতায় লোকাল প্রেসিডেন্ট কাওসার হাবিব সাগরের নেতৃত্বে এক হাজারেরও বেশি পথচারী এবং সুবিধাবঞ্চিতদের হাতে ইফতার তুলে দেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসব্যাপী এই উদ্যোগ চলবে এবং প্রতিদিন বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হবে। যানজটে আটকে পড়া মানুষ এবং পথচারীদের জন্য মূলত উদ্যোগটি নেওয়া হয়েছে।
জেসিআই বাংলাদেশের এই উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। রোজাদার পথচারীরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
আসিফ