
ছবিঃ সংগৃহীত
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু নামে এক যুবকের পা বিছিন্ন হয়ে গেছে। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী ৪৯ নম্বর পিলারে শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আহত মোহাম্মদ বাবু দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বাংলাদেশের পণ্য পাচারের জন্য মিয়ানমার সীমান্তের ওপারে যান বাবু। ওইপারে পণ্য দিয়ে ফিরে আসার সময় লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৯ নম্বর সীমান্ত পিলারে শূন্যরেখা এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হয়। এ সময় যুবকের বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক জানান, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পেয়েছি। তাকে উন্নত চিকিৎসা জন্য তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নেওয়া হয়েছে। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২১ মার্চ শুক্রবার দিবাগত রাতে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম এলাকার জিরো লাইনের পাশে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশিসহ দুইজন আহত হয়।
রিফাত