ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ০০:৫৫, ২৭ মার্চ ২০২৫; আপডেট: ০১:০৯, ২৭ মার্চ ২০২৫

স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ছবি: ব্যাবসায়ী সৌরভ বশার ও পেট্রোলবাহি লড়ির ড্রাইভার নুর হোসেন

বাউফলে আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি  রিমন সিকদার (৩১) ও সাধারণ সম্পাদক লিটন খন্দকারের(৪০) বিরুদ্ধে একটি পেট্রোলবাহি লড়ি থেকে ৮লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে বাউফল থানার একটি এজাহার দাখিল করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাতে সৌরভ বশার নামের এক ব্যাবসায়ি বাদি হয়ে এজাহার দাখিল করেন। বাউফল থানার ওসি কামাল হোসেন এজাহার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। 

এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন বুধবার দুপুর দেড়টার দিকে ব্যবসায়ী সৌরভ বশার তার পেট্রোবাহি লড়ি (নম্বর ঢাকা মেট্রো ঢ-৪২-০০২৫১) নিয়ে  বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের  ছিদ্দিক বাজার এলাকায় পৌঁছালে খন্দকার এন্টার প্রাইজের মালিক লিটন খন্দকার বাকিতে তার কাছে পেট্রোলে চাইলে তিনি অপরগতা প্রকাশ করেন। এসময় ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি এসে বলে এলাকায় পেট্রোল বিক্রি করতে হলে  তাদেরকে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে।

এসময় তাদের সাথে তর্কবিতর্ক হলে তারা পেট্রোল বিক্রির  নগদ ৮ লাখ ৬৫ হাজার টাকাভর্তি কালো রংয়ের ব্যাগ ছিনিয়ে নেয়। এছাড়াও তারা ৪শ লিটারের দুই ব্যারেল পেট্রোল, ম্যাক্স-প্রো ২৪পিচ মবিল গাড়ি থেকে নামিয়ে রাখে। তখন বাধা দেয়ায় ব্যবসায়ী সৌরভ বশারকে এলাপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে।

তখন গাড়ির ড্রাইবার ও হেলাপার যথাক্রমে মোঃ নুর হোসেন (৩২) ও মোঃ জনি এগিয়ে এলে তাদেরকেও এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে।  

ব্যবাসয়ী সৌরভ বশার বলেন,  ঘটনার সময় আমি ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চাইলে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে।  

এ ব্যাপারে অভিযুক্ত আদাবাড়িরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও খন্দকার এন্টার প্রাইজের মালিক লিটন খন্দকার বলেন, সৌরভ বশারের কাছ থেকে আমি নিয়মিত পেট্রোল ক্রয় করি। ঘটনার দিনও দুই ব্যারেল পেট্রোল ক্রয় করি। প্রত্যোক ব্যারেলে ১২-১৪ লিটার করে পেট্রোল কম থাকে।

আমি এ বিষয় নিয়ে তার কাছে আপত্তি করলে তিনি আমার উপর রেগে যান। তখন তার সাথে আমার বাকবিতান্ডা হলে  স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি ও এলাকার ছোট ভাই রিমন সিকদার এসে আমাদের শান্ত করেন। টাকা ছিনতাই বা দুই ব্যারেল পেট্রোলসহ মবিল নামিয়ে রাখা অভিযোগ সত্য নয়। আমার সুনাম নষ্ট করার জন্য মিথ্যা অভিযোগ করেছেন।

এব্যাপারে বাউফল থানার ওসি বলেন, এ ঘটনায় সৌরভ বশার নামের এক ব্যক্তি একটি  এজাহার দাখিল করেছেন। তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিলা ইসলাম

×