ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিমি তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০০:২২, ২৭ মার্চ ২০২৫; আপডেট: ০১:১৪, ২৭ মার্চ ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিমি তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: সংগৃহীত।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে বুধবার রাতে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর থেকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাত ৯টা থেকে শুরু হওয়া এ যানজট রাত পৌনে ১২টায়ও অব্যাহত ছিল।

সিদ্ধিরগঞ্জের শিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিকি নিশ্চিত করে জানান, "এখন যানজট কাঁচপুর পর্যন্ত রয়েছে। এটি মদনপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।"

জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনায় ট্রাক ও কাভার্ডভ্যানের ঢাকায় প্রবেশ বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।

এই যানজটের কারণে ঢাকাগামী শত শত যানবাহন আটকে পড়ে, ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। রাত ১১টায় শিমরাইল মোড়ে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ঢাকামুখী লেনে দীর্ঘ যানবাহনের সারি। পুরো লেন প্রায় স্থবির হয়ে পড়ে।

শিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিক দৈনিক জনকণ্ঠকে জানান, "ডিএমপি থেকে নির্দেশনা অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে ট্রাক ও কাভার্ডভ্যান ঢাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এজন্য এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমরা ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ট্রাক ও কাভার্ডভ্যান ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। আমাদের টিম যানজট নিরসনে কাজ করছে।"

রাত পৌনে ১২টায় পর্যন্ত যানজট কিছুটা কমে মদনপুর থেকে কাঁচপুর পর্যন্ত সীমিত হয়েছে। পুলিশ আশাবাদী, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

নুসরাত

×