
ছবিঃ সংগৃহীত
কলাপাড়ায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাকামইয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ১০৭টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। চাকামইয়া মানবিক যুব কল্যাণ ফোরাম এই মহতি উদ্যোগ নেয়।
আজ বুধবার (২৬ মার্চ) কলাপাড়া ফেরিঘাটে আয়োজিত এই মানবিক কার্যক্রমের প্রধান উদ্যোক্তা ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ও জাতীয়তাবাদী যুবদল কলাপাড়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন শিকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সিনিয়র সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, চাকায়ইয়া মানবিক যুব কল্যাণ ফোরামের আহ্বায়ক মোঃ আল আমিন হাওলাদার ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।
চাকামইয়া মানবিক যুব কল্যাণ ফোরামের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এমন মহতী উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
ইমরান