ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

নারায়ণগঞ্জে ফাইবার ইন্ডাস্ট্রিজ কারখানায় ভয়াবহ আগুন, ক্ষতি ৫ কোটি টাকা!

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ০০:০৭, ২৭ মার্চ ২০২৫; আপডেট: ০০:০৮, ২৭ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে ফাইবার ইন্ডাস্ট্রিজ কারখানায় ভয়াবহ আগুন, ক্ষতি ৫ কোটি টাকা!

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের মধ্য নরসিংহপুর এলাকায় আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (২৬ মার্চ) বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ৮টায় সম্পূর্ণ আগুন নির্বাপন করা সম্ভব হয়। আগুনে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

বুধবার রাত ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর ফায়ার সিভিল ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।

কারখানাটির ম্যানেজার পিন্টু চাকমা জানান, প্রতিষ্ঠানে প্রচুর মালামাল মজুদ ছিল। এটি মূলত চিপসের প্যাকেট তৈরির কারখানা। কারখানার চলমান অবস্থায় আগুন লাগলে শ্রমিকরা বের হয়ে আসে। আগুনে কারখানার মালামাল ও মেসিনারিজের ব্যাপক ক্ষতিসাধন হয়। 

নারায়ণগঞ্জ সদর ফায়ার সিভিল ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় স্টিল স্ট্রাকচারের ২টি সেডে (১২০ ফুট বাই ৮০ ফুট) প্রিন্টিং মেশিন ওভার হিড হয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা আগুনস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে শুরু করে। রাত সোয়া ৮টায় আগুন সম্পুর্ণ নির্বাপন করতে সক্ষম হয়। 

তিনি আরও বলেন, আগুনে ১টি প্রিন্টিং মেশিন, ১টি ড্রাই লেমিনেশন মেশিন, ১টি কাটিং মেশিন, ২টি পাঞ্চ মেশিন ও রংসহ বিভিন্ন ধরণের কেমিক্যাল বয়লার ও মেটেরিয়াল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। এছাড়াও ১০ কোটি টাকার মালামাল আগুন থেকে রক্ষা করা গেছে। 

আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

ইমরান

×