ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

আধুনিক, বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে জনগণের পাশে থাকবে বিএনপিঃ নায়াব ইউসুফ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ২২:১১, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ২২:১২, ২৬ মার্চ ২০২৫

আধুনিক, বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে জনগণের পাশে থাকবে বিএনপিঃ নায়াব ইউসুফ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে জনগণের পাশে থাকবে বিএনপি। বিএনপি জনগণের দল। এই জন্য সবসময় বিএনপি জনগণের পাশে থাকে। 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‌বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ জনগণের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন । 

আজ বুধবার (২৬ মার্চ) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চৌধুরী নায়াব ইউসুফ আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে কানাইপুরকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে। কানাইপুর হবে দেশের একটি অন্যতম শহর। 

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপি'র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর কোতয়ালি থানা বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন, ফরিদপুর ‌মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি ও পাঞ্জাবি  বিতরণ করা হয়।

ইমরান

×