ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

গোবিন্দগঞ্জে জামায়াতের ইফতার

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ২১:৩৫, ২৬ মার্চ ২০২৫

গোবিন্দগঞ্জে জামায়াতের ইফতার

গোবিন্দগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় দারুল ফোরকান ট্রাস্টে গত মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতের উপজেলা আমির মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজুর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ও জামায়াত মনোনীত গোবিন্দগঞ্জ আসনের এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।
মাহফিলে আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধান, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি মশিউর রহমান, পৌর জামায়াতের  সেক্রেটারি প্রভাষক হাসান সাঈদ তালুকদার, আব্দুস সালাম নাটোরী, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, প্রচার সম্পাদক আব্দুল হান্নান শেখ, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সিনিয়রসহ সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সাধারণ সম্পাদক শওকত জামান, মোহনা টিভির বগুড়া ব্যুরো চিফ রাসেল কবির, রিপোর্টার্স  ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল, জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ ইউনিটের সভাপতি জিল্লুর রহমান, সাংবাদিক শাহ মো. রফিকুল ইসলাম, সাংবাদিক অ্যাসোসিয়শনের সভাপতি মাহমুদ খান প্রমুখ।

×