ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

আরিচার যমুনায় মহাবারুনী স্নান আজ

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ

প্রকাশিত: ২১:৩২, ২৬ মার্চ ২০২৫

আরিচার যমুনায় মহাবারুনী স্নান আজ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা যমুনা তীরে সেনাতন ধর্মাবলম্বীদের প্রায় দুশ’ বছরের ঐতিহ্যবাহী মহাবারুনী স্নান আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কন্যাণ ফ্রন্ট, শিবালয় সার্বজনীন মন্দির কমিটি ও শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি এ উৎসব পরিচালনায় সহায়তা করছেন।  
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কন্যাণ ফ্রন্ট শিবালয় উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র মালো জনকণ্ঠকে বলেন, প্রায় দুশ’ বছর যাবৎ এ বারুনী স্নান ও মেলা আরিচার যমুনা তীরে অনুষ্ঠিত হয়ে আসছে। এ উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের হলেও মেলাকে ঘিরে তা স্থানীয় হিন্দু-মুসলমানদের সৌহার্দপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।

×