
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা যমুনা তীরে সেনাতন ধর্মাবলম্বীদের প্রায় দুশ’ বছরের ঐতিহ্যবাহী মহাবারুনী স্নান আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কন্যাণ ফ্রন্ট, শিবালয় সার্বজনীন মন্দির কমিটি ও শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি এ উৎসব পরিচালনায় সহায়তা করছেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কন্যাণ ফ্রন্ট শিবালয় উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র মালো জনকণ্ঠকে বলেন, প্রায় দুশ’ বছর যাবৎ এ বারুনী স্নান ও মেলা আরিচার যমুনা তীরে অনুষ্ঠিত হয়ে আসছে। এ উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের হলেও মেলাকে ঘিরে তা স্থানীয় হিন্দু-মুসলমানদের সৌহার্দপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।