ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ঈদের পর কক্সবাজারে পর্যটক বরণে প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২১:২৪, ২৬ মার্চ ২০২৫

ঈদের পর কক্সবাজারে পর্যটক বরণে প্রস্তুতি

ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণের জন্য প্রস্তুতি নিচ্ছে পর্যটন ব্যবসায়ীরা। তাই হোটেল মোটেল রিসোর্ট, রেস্তোরাঁ থেকে শুরু করে বার্মিজ পণ্যের দোকান সবখানে চলছে সংস্কার ও সাজসজ্জার কাজ।
রমজান শেষ হওয়ার আগে তারকামানের অনেক হোটেলের রুম অগ্রিম বুকিং হয়ে গেছে। আর পর্যটকদের সমুদ্রস্নানে নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে লাইফ গার্ড সংস্থাও। নীল সমুদ্র, পাহাড়ের ছায়া, বিশাল বালিয়াড়ি সব মিলিয়ে কক্সবাজার যেন প্রকৃতির এক খোলা চিত্রকর্ম। এমন সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। ঈদের টানা ছুটি, সবার প্রত্যাশা এবারও ছুটিতে কক্সবাজারে সমাগম হবে লাখো পর্যটকের। তাই সবখানে চলছে প্রস্তুতি। বিশেষ করে, সাগরপাড়ের শামুক-ঝিনুক, আচার কিংবা শুঁটকির দোকানে বেড়েছে ব্যস্ততা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, পর্যটকদের বরণে প্রস্তুত পর্যটন ব্যবসায় জড়িত সবাই। শেষ সময়ের সাজসজ্জা চলছে। আশা করা যায়, এবার ঈদে ভালো বেচাকেনা হবে। রমজান মাসজুড়ে ৫ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট প্রায় পর্যটকশূন্য। এ অবস্থায় প্রতিষ্ঠানগুলোতে চলছে সংস্কার কাজ। একইসঙ্গে সাজানো হচ্ছে নতুন রঙে। আর টানা ছুটিতে তারকামানের অনেক হোটেলের রুম বুকিং শতভাগ হয়েছে বলে জানালেন হোটেল কর্তৃপক্ষ।
কক্সবাজারের হোটেল সী ইনের ম্যানেজার বলেন, ঈদের পরের দুইদিন পর্যন্ত সম্পূর্ণ বুকিং হয়ে গেছে। সামনের দিনগুলোর জন্য বুকিং আসছে। রমজান মাসে পর্যটক কম থাকায় হোটেল সংস্কারের কাজ চলছে। যাতে ঈদে পর্যটকদের নতুনভাবে বরণ করা যায়। আর পর্যটকদের সমুদ্রস্নানে নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে লাইফ গার্ড সংস্থাও। কক্সবাজার সী সেফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র লাইফ গার্ড জয়নাল আবেদীন ভূট্টো বলেন, ঈদের মৌসুমে প্রচুর পরিমাণে পর্যটক আসবে কক্সবাজারে। তাদের সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলা উচিত। ঈদুল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত পর্যটন কেন্দ্র হিমছড়ি, ইনানী, পাতুয়ারটেক, মেরিন ড্রাইভ ও রামুর বৌদ্ধ বিহারগুলো।

×