ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পরিবারে ঈদ আনন্দ ম্লান

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ২১:২২, ২৬ মার্চ ২০২৫

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পরিবারে ঈদ আনন্দ ম্লান

মির্জাপুরে স্কুল-কলেজের এমপিওভুক্ত অধিকাংশ শিক্ষক-কর্মচারী  চার মাস যাবৎ বেতন ভাতা পাচ্ছেন না। একই সাঙ্গ ঈদের বোনাসও পাচ্ছেন না শিক্ষক-কর্মচারীরা। বেতন ভাতা ও বোনাস পেতে অনিশ্চিয়তা দেখা  দেওয়ায় এই শিক্ষক-কর্মচারীদের পরিবারে এবার ঈদের আনন্দ ম্লান হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, মির্জাপুর উপজেলায় ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি কলেজ এবং ১৪ টি দাখিল মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৩শ’ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। এসব শিক্ষক কর্মচারী পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষরে এনালগ পদ্ধতিতে বেতন ভাতা পেতেন। বেতন ভাতা পেতে সহজীকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এসব শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা সরাসরি ব্যাংকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পরিশোধের জন্য গত বছরের জুলাই থেকে কার্যক্রম শুরু করে। এতে নানা জটিলতার কারণে এসব শিক্ষক-কর্মচারীদের বেতন আটকে যায়। ফলে বিপাকে পরেন অধিকাংশ শিক্ষক-কর্মচারী। প্রথম ধাপে কিছু শিক্ষক-কর্মচারী ডিসেম্বর মাসের বেতন পেলেও পরবর্তীতে আবার তা আটকে যায়। ইএফটির মাধ্যমে কবে নাগাদ বেতন ভাতা চালু হবে তা অনিশ্চিত হয়ে পড়ে।
ভুক্তভোগী শিক্ষকগণ অভিযোগ করে বলেছেন, সঠিকভাবে স্কুল কলেজ থেকে তথ্য দেওয়া হলেও কী কারণে জটিলতা সৃষ্টি হয়েছে তা তারা বুঝতে পারছেন না। এর জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অদক্ষতা ও ভুল থাকতে পারে বলে অনেক শিক্ষক ধারণা করছেন। টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সঠিক তথ্য দেওয়া হলেও কী কারণে এ জটিলতা সৃষ্টি হয়েছে আমাদের বোধগম্য নয়। ঈদের আগে শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা না পেলে  অনেকের পরিবারে ঈদের আনন্দ ম্লান হয়ে যাবে বলে তিনি জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, প্রথম ধাপে বেশ কিছু শিক্ষক-কর্মচারী ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন। ইএফটি জটিলতার কারণে মন্ত্রণালয় সব শিক্ষক-কর্মচারীর বেতন বোনাস দিতে পারছেন না। জটিলতা নিরসনের জন্য মন্ত্রণালয় কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীগণ বেতন ভাতা ও বোনাস পাবেন বলে তিনি জানান।

×