
স্বাধীনতা দিবস উপলক্ষে নড়াইল সদর উপজেলা শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মোঃ শাহারুল আলমের উদ্যোগে দুঃস্থদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ফেদি গ্রামে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল সদর উপজেলার আহ্বায়ক রাশেদুল ইসলাম, ছাত্রনেতা মোঃ শফিকুল ইসলাম খান, মো: সাইদুর রহমান খান, মো: মাসুম বিল্লাহসহ আরও অনেকে।
কর্মসূচির বিষয়ে শাহারুল আলম বলেন, এখন ভালো কাজের প্রতিযোগিতা করার সময়। এভাবেই বিভিন্ন ভালো কাজের মাধ্যমে এই সমাজে সুন্দর সংস্কৃতির সৃষ্টি হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় এমন ভালো কাজ করে যাবে।
আফরোজা