ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ভিজিএফের চাল পাচারকালে ইউপি সচিব গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২১:১৩, ২৬ মার্চ ২০২৫

ভিজিএফের চাল পাচারকালে ইউপি সচিব গ্রেপ্তার

উল্লাপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে বরাদ্দকৃত চাল নয়-ছয়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাঙ্গালা ইউনিয়নে দুস্থদের ৮০০ কেজি চাল পাচারকালে পুলিশ চালসহ ইউপি সচিব হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া উধুনিয়া ইউনিয়নে ভিজিএফের কার্ড বিক্রি, চাল  পাচার ও  চাল পরিমাণে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয়দের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় ইউপি সচিব ও মেম্বারদের দায়ী করছেন স্থানীয়রা।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ইউপি সচিবকে আদালতে প্রেরণ করা হয়েছে।

×