
ছবি: সংগৃহীত
ঈদ যাত্রায় কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। স্বাধীনতা দিবস ছুটির দিন হিসেবে যে মাত্রার ভিড়ের আভাস পাওয়া যাচ্ছিল সেই ভিড় নেই।
তবে বেশিরভাগ ট্রেন কিছুটা শিডিউল বিপর্যয় থাকলেও পরিস্থিতি একেবারেই ভয়াবহ নয়।
কিশোরগঞ্জগামী "সিন্ধুর এক্সপ্রেস" এর যাত্রীরা জানান ট্রেন আসার পর প্রায় ১৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ছিল না। ফলে যাত্রীরা মোবাইলের লাইট জ্বালিয়ে তাদের সিট খুঁজে নিতে বাধ্য হন। এছাড়া, ট্রেনের অভ্যন্তরীণ পরিবেশ যথেষ্ট নোংরা ছিল এবং যথাযথ পরিচ্ছন্নতা রক্ষা করা হয়নি।
এখন পর্যন্ত গাজীপুরের শিল্প কারখানাগুলো ছুটি পায়নি। পুলিশ ও জেলা প্রশাসন জানিয়েছে, আগামীকাল অথবা পরশু দিন থেকে গাজীপুরের শিল্প কারখানাগুলো ছুটি পাবে।
বিভিন্ন কাউন্টারে দাঁড়িয়ে থাকায় কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে। এই যানজট কমাতে হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে।
শিলা ইসলাম