
ছবি: জনকণ্ঠ
জেলার শিবগঞ্জের মনাকষা বাজার এলাকা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। এ সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়ি ভাঙচুর ও দোকানে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হন। বুধবার বিকেলে এ সংবাদ লিখা পর্যন্ত ঘটনাটিকে কেন্দ্র করে মনকষা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও পুলিশের ভাষ্যমতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা ও খড়িয়াল শেখটোলা গ্রামের যুবকদের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় নামোটোলা গ্রামের যুবকদের একটি ব্যাট হারিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৯টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে যুবকদের দুইপক্ষ। পরে ঘটনাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে জানাজানি হলে লাঠিসোটা, বাঁশসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের বাসিন্দারা। সংঘর্ষ চলাকালে অন্তত ২০ থেকে ২৫টি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় পুলিশ। এসময় পুলিশের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুইপক্ষের অন্তত ২৫ থেকে ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। এসময় মনকষা বাজারের কয়েকটি দোকানে ভাঙচুরের পর লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় ওয়ার্ড সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা আরও জানান, সংঘর্ষের সময় বাজারের কিছু দোকানের সামনের মালামাল ক্ষতিগ্রস্ত হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মনাকষা বাজারে তরমুজের ব্যবসায়ী সুলতান ও বাহাদুর জানান, আমাদের চারজন তরমুজ ব্যবসায়ীর নগদ ৪৫ হাজার টাকা ও সাড়ে তিন লাখ টাকা মূল্যের তরমুজ নষ্ট ও লাটপাট হয়েছে। স্থানীয় ফ্লেক্সিলোডের দোকানী বাবু জানান, তার দোকানে ভাংচুর ও ১৮ হাজার টাকা মূল্যের মিনিট কার্ড লুট হয়েছে। মনাকষা ইউপি চেয়ারম্যান মীর্জা শাহাদাৎ হোসেন বলেন, খেলার বিষয়টি নিয়ে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ বেধেছে। তবে কেউ গুরুতর আহত হননি।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সংঘর্ষে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি জানান, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বুধবার দুপুর নাগাদ এলাকায় শান্তি ফিরে আসে।
শহীদ