ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

রাজবাড়ীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ১৯:১৭, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৩০, ২৬ মার্চ ২০২৫

রাজবাড়ীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ছবি: জনকণ্ঠ

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া, বরাট ও খানখানাপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে মুকুন্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া।

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মজিবর রহমান শেখের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমুখ। এছাড়াও জেলা, সদর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল পীরজাদা সিরাজুম্মুনির।

শহীদ

×