ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রবাসী যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৫, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৯:২০, ২৬ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রবাসী যুবক গ্রেপ্তার

অভিযুক্ত সৌদি প্রবাসী মো. শান্ত।

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. শান্ত (২৫) নামে এক সৌদি প্রবাসী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভূক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। বুধবার (২৬ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত শান্ত নাজিরপুর গ্রামের আমির হোসেনের ছেলে ও সৌদি প্রবাসী।

জানা যায়, নাজিরপুর গ্রামের আমির হোসেনের ছেলে প্রবাসী মো. শান্ত মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ভুক্তভোগী কিশোরীকে নানির বাড়ি যাওয়ার পথে প্রতিবেশী এক বোনকে দিয়ে ঘরে ডেকে আনেন। এক পর্যায়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এসময় ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্তের মা ঘরে এসে কিশোরীকে উদ্ধার করেন। এ ঘটনায় কিশোরীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে নাজিরপুর এলাকা থেকে শান্তকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

ভুক্তভোগীর মা জানান, অভিযুক্ত শান্ত সম্পর্কে তার চাচাতো ভাই। সৌদি আরব থেকে ছয় মাসের ছুটিতে তিনি বাড়িতে এসেছেন। মেয়ের সঙ্গে এমন ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে ধর্ষণের চেষ্টা প্রমাণিত হওয়ায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী কিশোরীকেও জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়েছে।

মুমু

×