
ছবি: সংগৃহীত
চাকরির পাওনা টাকা চাওয়ায় গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ মো. ইয়াসিন আরাফাত রনি (২০) নামে এক যুবককে পিটিয়ে ও বাঁশ দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে ১০-১২ জন সন্ত্রাসী। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতে ডেমরার মুসলিমনগর নিউ টাউন এলাকায় সজীব মিয়ার কার্টুন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বুধবার (২৬ মার্চ) ভোরে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ অভিযুক্ত রুবেল ওরফে সোহেলকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যান্য আসামিরা হলেন— সজীব মিয়া (৩০), আছিউর (৪৮), মাশকুর রহমান (৪৮)।
ভুক্তভোগীর মা জোছনা বেগম জানান, রনি ৮ মাস আগে সজীব মিয়ার কারখানায় কাজ করত। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে সে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিল। সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে মঙ্গলবার রাতে মালিকের কাছে পাওনা বেতন চাইতে গেলে অভিযুক্তরা তাকে বেধড়ক মারধর করে। এসময় আসামি রুবেল ওরফে সোহেল (২৯) রনির মোবাইল ফোন ভেঙে ফেলে।
খবর পেয়ে রনির মা জোছনা বেগম ও বোন মারিয়া (২২) ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এ সময় জোছনা বেগমের ৩০ হাজার টাকা মূল্যের সোনার দুল ছিনিয়ে নেওয়া হয় এবং বোন মারিয়াকে শ্লীলতাহানি করা হয়।
ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।
এম.কে.