ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

সাটুরিয়ায় টিসিবির ৯০ বস্তা চালসহ পিকআপ ভ্যান জব্দ 

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ 

প্রকাশিত: ১৭:৪৪, ২৬ মার্চ ২০২৫

সাটুরিয়ায় টিসিবির ৯০ বস্তা চালসহ পিকআপ ভ্যান জব্দ 

ছবি: জনকণ্ঠ

মানিকগঞ্জের সাটুরিয়ায় কালোবাজারে বিক্রির অভিযোগে ৯০ বস্তা টিসিবির চালসহ একটি পিকআপ ভ্যান জব্দ।

বুধবার সকালের দিকে সাটুরিয়া সদর ইউনিয়নের ভান্ডারিয়া পাড়া থেকে চালগুলো অন্য বস্তায় পরিবর্তন করে বিক্রির প্রস্তুতিকালে স্থানীয়দের সন্দেহ হলে গাড়িসহ চাল জব্দ করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

টিসিবির স্থানীয় ডিলার দীপক বসাক বালিয়াটি, তিল্লি ও দিঘলিয়া ইউনিয়নের জন্য পণ্য সরবরাহ করেন। তবে স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে এসব এলাকায় টিসিবির পণ্য বিতরণ না করে তা কালোবাজারে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

প্রত্যক্ষদর্শী কাওন্নারা গ্রামের মো. শাহীন জানান, সকালে শহীদ বেদিতে ফুল দিতে যাওয়ার পথে টিসিবির গুদামের সামনে একটি পিকআপে চাল লোড করার সময় সন্দেহ হলে ৯০ বস্তা চালসহ গাড়িটি আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

তবে ডিলার দীপক সাহা দাবি করেন, টিসিবির বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকায় তা পরিবর্তন করে অন্য বস্তায় নেওয়া হচ্ছিল। চালগুলো বালিয়াটি, দিঘলিয়া ও তিল্লি ইউনিয়নে বিতরণের জন্য পাঠানো হচ্ছিল, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে গাড়িটি আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন জানান, স্থানীয়রা ৯০ বস্তা চালসহ একটি পিকআপ আটক করেছে। টিসিবির ডিলারকে প্রয়োজনীয় কাগজপত্র আনতে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ

×