
ছবি: সংগৃহীত।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, আখাউড়া থানার এক নারী পুলিশ সদস্য সিএনজিতে মাইকিং করে জনগণকে সতর্ক করছেন।
তিনি ঘোষণা দেন, "ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার, ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ইনচার্জ বা যে কোনো পুলিশ সদস্যের নাম ও কন্টাক্ট নম্বর ব্যবহার করে যদি কেউ ব্যবসায়ী, রাজনীতিবিদ বা অন্য কোনো পেশাজীবীর কাছে বিকাশ-নগদের মাধ্যমে অর্থ দাবি করে বা অন্য কোনো সুবিধা আদায়ের চেষ্টা করে, তবে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সরাসরি অভিযোগ করুন।"
সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আখাউড়া থানা কর্তৃপক্ষ আরও বলেন, যে কেউ এ ধরনের ঘটনা সম্পর্কে তথ্য পেলে দ্রুত থানায় যোগাযোগ করুন।
সায়মা ইসলাম