
ছবি: জনকণ্ঠ
পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ, বালুচর খেলার মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, বিশেষ মোনাজাতসহ নানা কর্মসূচী পালন করা হয়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম, অধ্যক্ষ শরীফ মাহমুদ সনজু, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শহীদ