ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

মহাস্থান ওভারব্রিজের আন্ডারপাস দখলে, পথচারীদের দুর্ভোগ চরমে

মাহফুজ মণ্ডল, বগুড়া

প্রকাশিত: ১৬:২৫, ২৬ মার্চ ২০২৫

মহাস্থান ওভারব্রিজের আন্ডারপাস দখলে, পথচারীদের দুর্ভোগ চরমে

ঐতিহাসিক মহাস্থানগড় যেখানে প্রতিদিন হাজারো পর্যটক, মাজার জিয়ারতকারী ও ব্যবসায়ী আসেন, সেই গুরুত্বপূর্ণ এলাকার ওভারব্রিজের আন্ডারপাস রোড এখন পুরোপুরি দখলদারদের কবলে।

পথচারীদের জন্য নির্মিত এই রাস্তা মাছ বাজার, ট্রাক, সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড, মৌসুমি ফলের আড়তসহ বিভিন্ন অস্থায়ী দোকানে পরিণত হয়েছে। ফলে এটি আর পথচারীদের কোনো কাজে আসছে না, বরং চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাত মুখ বিশিষ্ট এই আন্ডারপাস রোডের প্রতিটি অংশেই অবৈধভাবে দোকান বসেছে। কোথাও তরমুজ ব্যবসা, কোথাও মাছের বাজার, আবার কোথাও পরিবহন শ্রমিকদের স্থায়ী স্ট্যান্ড গড়ে উঠেছে। কিছু জায়গায় ভবঘুরে ও অসাধু ব্যক্তিরা আশ্রয় নিয়েছে। ব্রিজের নিচে যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পথচারীদের জন্য আরও বড় সমস্যা তৈরি করছে। স্থানীয়দের অভিযোগ, আন্ডারপাস থাকা সত্ত্বেও তারা সেটি ব্যবহার করতে পারছেন না। কারণ, দখলদাররা এখানে স্থায়ীভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। যানবাহনের অবৈধ পার্কিং ও স্ট্যান্ডের কারণে আন্ডারপাসের সংযোগ সড়ক সংকুচিত হয়ে গেছে, ফলে প্রতিদিনই যানজট লেগে থাকে।

ওভারব্রিজের নিচ দিয়ে চলাচল করতে গিয়ে পথচারীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে প্রধান সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পথচারীদের অভিযোগ করতেও ভয় পাচ্ছেন। দখলদারদের কেউ কেউ মারমুখী আচরণ করছে, যেন এটি তাদের ব্যক্তিগত জায়গা!

এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আন্ডারপাসটা পথচারীদের জন্য করা হলেও এখন আমরা ব্যবহার করতে পারি না। এখানে ঢুকলেই ব্যবসায়ীরা বাঁকা চোখে তাকায়। কেউ কেউ কটূক্তিও করে। প্রশাসন কি এই সমস্যা দেখবে না?”

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে যানজট নিরসনে প্রশাসন কাজ করছে। কিন্তু মহাস্থানের এই ওভারব্রিজ ও আন্ডারপাস দখলমুক্ত না হলে ঈদযাত্রা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মহাস্থান এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হতে পারে, যার অন্যতম কারণ হবে আন্ডারপাসের দখলদারিত্ব ও অনিয়ন্ত্রিত যানবাহনের পার্কিং।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, “বিষয়টি নিয়ে আমাদের পরিকল্পনা চলছে, ঈদের আগেই দখলমুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” তবে এলাকাবাসীর প্রশ্ন এই প্রতিশ্রুতি কি বাস্তবে কার্যকর হবে, নাকি আগের মতোই কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে?

প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে আন্ডারপাস থেকে দখলদারদের উচ্ছেদ করা এবং পথচারীদের চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করা। অন্যথায়, মহাস্থান এলাকার জনগণ ও পর্যটকদের দুর্ভোগ লাঘব হবে না, বরং দিন দিন সমস্যা আরও বাড়বে। প্রশাসনের এখনই কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে মহাস্থানের ওভারব্রিজ ও আন্ডারপাস পথচারীদের জন্য উন্মুক্ত থাকে এবং দখলদারদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ হয়।

 

রাজু

×