ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

১৭ গ্রামের প্রতিটি গ্রামের ১০ জনকে

দাউদকান্দিতে উন্নয়ন ফোরামের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের নগদ অর্থ প্রদান

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি

প্রকাশিত: ১৪:৩১, ২৬ মার্চ ২০২৫

দাউদকান্দিতে উন্নয়ন ফোরামের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের নগদ অর্থ প্রদান

কুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক- স্বেচ্ছাসেবী-উন্নয়মূলক সংগঠন "বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে ওই ইউনিয়নের প্রায় দুই শতাধীক সুবিধা বঞ্চিতদের হাতে ঈদ উপহার হিসেবে  নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার(২৬ মার্চ) সকালে ওই ইউনিয়নের কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদরাসা, এস.আর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কালাসাধারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথকভাবে প্রতিটি গ্রামের ১০ জনকে ১ হাজার টাকা করে জাকাত ফান্ডের নগদ অর্থ প্রদান করা হয়।এদিকে বিটেশ্বর ইউনিয়নের কাদিয়ারভাঙ্গা, নৈয়াইর, নোয়াদ্দা, বিরবাগগোয়ালী, চন্দ্রশেখরদী, দূর্গাপুর, কদমতলী, কালাসাধারদিয়া, নয়াকান্দি, পাটনিকান্দা, পাঁচভিটা, লেজিকয়রাপুর, তিনপাড়া, বিটেশ্বর, বরকোটা মাদলা,  খানেবাড়ী ও নোয়াগাঁও গ্রামে জাকাত ফ্রান্ডের অর্থ বিতরণ করা হয়।

অর্থ বিতরণ অনুষ্ঠানে, সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া আলম'এর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম ( শরীফ প্রধান) এর সঞ্চালনায়  উপস্থিত ছিলেন, বিটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিব ইসলাম ভূঁইয়া, সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মো. শাহীন আহমেদ চৌধুরী। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলো মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, রাশেদুল ইসলাম ও ইয়াছিন প্রধান রাহাত প্রমূখ৷

রাজু

×