ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

বান্দরবানের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ কারাগারে

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ১৪:০৭, ২৬ মার্চ ২০২৫

বান্দরবানের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ কারাগারে

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস।

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসকে কারাগারে পাঠিয়েছে  আদালত।বুধবার (২৬ মার্চ) সকালে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাতেমা তুজ জোহরা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আদালত ও পুলিশ সুত্রে জানা যায়, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাসের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় চারটি নাশকতা ও একটি ঘরভাঙচুর ও হামলা’সহ ৫টি  মামলা রয়েছে। এরই প্রেক্ষিতে ঢাকার 
মিরপুর ১০ নাম্বার সেন পাড়ার পর্বতা এলাকাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা (২) পুলিশ। পরে বুধবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, সকালে লক্ষীপদ দাসকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দ্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। লক্ষী পদ দাসের বিরুদ্ধে সদর থানায় চারটি নাশকতা ও একটি ঘরভাঙচুর ও হামলা’সহ ৫টি  মামলা রয়েছে বলে জানান তিনি।

 

রাজু

×