ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

কালিয়াকৈরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মোঃ ইমারত হোসেন, কালিয়াকৈর, গাজীপুর

প্রকাশিত: ১৩:৪৪, ২৬ মার্চ ২০২৫

কালিয়াকৈরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছবি: সংগৃহীত

সারা দেশের ন্যায় যথাযোগ্য  মর্যদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গাজীপুরের কালিয়াকৈরে উদযাপিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন, উপজেলার গোলামনবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

দিবসটি উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতান, মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদানসহ ডিসপ্লের আয়োজন করা হয়। সে সূর‌্যোদয়ের সাথে সাথে শহীদ বেদীতে উপজেলা প্রশাসন ফুল দিয়ে দিবসটির যাত্রা শুরু করেন এবং এর পরে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ডকাউন্সিল,কালিয়াকৈর পৌর সভা, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার আহাম্মেদ এর উপস্থিতিতে বাংলাদেশ জাতীয় আনসার ও ভিডিপি একাডেমীর বাদকদল প্রধান নুরুন্নাহার ও বাদকদল সহকারী নাছিমা আক্তারের নেতৃত্বে এক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। 

সমাজ সেবা অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিল আফরোজ, কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ রিয়াদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সাহাবুদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আবু নাসির, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল বাছেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকারিয়া আলম, উপজেলা সহকারী জনস্বাস্থ্য ও প্রকৌশলী নাসরিন আরা পোষন, বিআরডিবি অফিসার মোঃ সুমন মোল্লা, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্ধ, শিক্ষক, ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধাদের সন্তানসহ সর্বস্তরের লোকজন। 

মায়মুনা

×