ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান 

মোঃ আশরাফুজ্জামান, (কাশিয়ানী) গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩:৩১, ২৬ মার্চ ২০২৫

কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান 

গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায়  স্বাধীনতা দিবস পালিত হয়েছে। কাশিয়ানী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে না হয়। কাশিয়ানী থানার আয়োজনে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। কাশিয়ানী উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার, ফায়ার সার্ভিস, সরকারি, বেসরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ শেষে আজ বুধবার সকাল ১১ টার সময় উপজেলা হলরুম দেশের সূর্য সন্তানদের সংবর্ধনা জানানো হয়।  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক খন্দকার নিজামুল হকের সঞ্চালনায় এবং  কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার ভুমি  মুনমুন পাল, কাশিয়ানী থানার অফিসার্স ইনচার্জ শফিউদ্দিন খান,  বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আহমেদ, আফজাল হোসেন, মোঃ দাউদ হোসেন কাশিয়ানী প্রেসক্লাবের নিজামুল আলম মুরাদ ,,কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সভাপতি সহিদুল ইসলাম মুন্না,কাশিয়ানী উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা মোল্লা,  সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম,বাংলাদেশ প্রেসক্লাব কাশিয়ান  উপজেলা শেখার সভাপতি লিটন শিকদার, মোঃ সুলতান উল আলম খানসহ কাশিয়ানী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক  বৃন্দ উপস্থিত ছিলেন। 

 

রাজু

×