ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

কলাপাড়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৩:২৭, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৩:২৭, ২৬ মার্চ ২০২৫

কলাপাড়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

মহান স্বাধীনতা দিবসে কলাপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১ টায় শহিদ মিনার সংলগ্ন অডিটোরিয়াম মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক,  সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠক রাশেদ মোশাররফ কল্লোল ও ইভান মাতুব্বর। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়। উপহার তুলে দেওয়া হয়। ইফতারি বিতরণ করা হয়।  এর আগে ৩১ বতোপধ্বনির মধ্য দিয়ে দিবস উদযাপনের কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আকাশে পায়রা অবমুক্ত  ও বেলুন উড়ানো হয়। দিবসকে সামনে রেখে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়।

 

রাজু

×