
পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কোন মতেই ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।
সকালে হাতিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভোরে উপজেলা শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকাল আটটায় জাতীয় সংগীতের মাধ্যমে ওছখালী হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাজী কামাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ খন্দকার আবুল কালাম এবং হাতিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আজমল হুদাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
আজ ২৬শে মার্চ বুধবার সকাল থেকেই উপজেলার দ্বীপ সরকারি কলেজ মাঠের দিবসটি পালিত হয়।
এছাড়াও দিবসটি পালন করেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল পেশার সব ধরনের মানুষ। তবে এইবার সব ধরনের মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতা দিবস পালনের সুযোগ পেলেও মাহে রমজান উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পালন করা সম্ভব হয়নি।
স্বাধীনতা দিবস উপলক্ষে হাতিয়ার বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম বলেন, যথা সময়ে স্বাধীনতার নানা ব্যর্থতা পূরণের প্রতিশ্রুতি নিয়ে চব্বিশ এসেছে। আর সেই চব্বিশের গণঅভ্যুত্থানের পথ ধরে এবার উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। গত ১৬ বছর দেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি।
রাজু