
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার বর্গের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাইদ হোসেনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান কবি জসীম উদ্দিন হলে অনুষ্ঠিত হয় ।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াছীন কবির, পুলিশ সুপার আব্দুল জলিল, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক চৌধুরী রওশন ইসলাম, ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা গুলজার আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা এম.এ সালাম লাল, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের অবদান তুলে ধরে আলোচনা করেন।বক্তারা বলেন, ১৯৭১ সালে যারা দেশের জন্য শহীদ হয়েছেন ও মুক্তিযুদ্ধ করেছেন তাদের ঋন এ সংবর্ধনা দিয়ে পূরণ করা সম্ভব নয়। বীর মুক্তিযোদ্ধারা অসীম সাহসিকতার সাথে দেশের জন্য যুদ্ধ করেছে। তারা তাদের জীবন উৎসর্গ করে দিতেও পিছপা হয়নি। আমাদের ৭১ এর যে অর্জন ও স্বাধীনতা তার সুখ এখনও আমরা ভোগ করতে পারছি না। দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পারলেই আমরা স্বাধীনতার প্রকৃত আনন্দ ভোগ করতে পারব। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গা যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সকলে আমাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয়।
রাজু