ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

বছরে ২০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি,বন্ধ হচ্ছে চোরাই ফোনের ব্যবসা

প্রকাশিত: ১২:৫৮, ২৬ মার্চ ২০২৫

বছরে ২০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি,বন্ধ হচ্ছে চোরাই ফোনের ব্যবসা

ছবি:সংগৃহীত

বছরে প্রায় ২০০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ, যার প্রধান কারণ অবৈধভাবে আসা মোবাইল হ্যান্ডসেট। এই সমস্যাটি নিয়ে সরকারের উদ্বেগ রয়েছে এবং বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়েরও দৃষ্টি আকর্ষণ করেছে।

 

 

এমন প্রেক্ষাপটে, চলতি বছরেই চোরাই মোবাইল হ্যান্ডসেটের ব্যবসা বন্ধ করার লক্ষ্যে 'ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার' (NEIR) পদ্ধতি কার্যকর করা হবে। এই পদ্ধতি চালু হলে, রাজস্ব ফাঁকি দিয়ে আনা মোবাইল হ্যান্ডসেটগুলো দেশের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

সরকারের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, NEIR সিস্টেম বাস্তবায়নে চুক্তি নবায়ন করতে সিনেসিএস আইটির সাথে আলোচনা করলেও, বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) তাদের আপত্তি জানায়। তাদের দাবি, টেন্ডার ছাড়াই কাজ দেয়া উচিৎ নয় এবং ক্রয় সংক্রান্ত বিধিমালা অনুযায়ী উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। 

 

 

বিটিআরসি এরকম সিদ্ধান্তে আসার পর, বর্তমানে গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতিতে NEIR সিস্টেম বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিস্টেমের পুরোপুরি কার্যকর হতে আরও সাত মাস সময় লাগতে পারে। 

স্থানীয় মোবাইল নির্মাণকারীরা উদ্বিগ্ন, কারণ চোরাই ব্যবসার কারণে তাদের শিল্প বিপদে পড়েছে। তারা দ্রুত NEIR সিস্টেমের বাস্তবায়ন দাবি করেছেন। বিটিআরসি এই বছরের শেষের মধ্যে NEIR চালু করার উদ্যোগ নিয়েছে, যাতে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবসা বন্ধ হয়ে যায় এবং রাজস্ব ক্ষতি কমানো যায়।

আঁখি

×