ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:৩১, ২৬ মার্চ ২০২৫

বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি:সংগৃহীত

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি দীর্ঘ সংগ্রামের পর স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করেছিল। এ উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।  

 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে রুবিও বলেন, "বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিবসটি উদযাপিত হচ্ছে এক ঐতিহাসিক মুহূর্তে, যখন অন্তর্বর্তী সরকার দেশকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত করছে—যা বাংলাদেশের জনগণকে তাদের ভবিষ্যৎ গঠনের সুযোগ দেবে।"  

তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে রয়েছে। আমরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে আগ্রহী।"  

 

রুবিও তার বক্তব্যে বাংলাদেশ-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, "এই বিশেষ দিনে আমি বাংলাদেশি জনগণের জন্য শুভকামনা জানাচ্ছি এবং আমাদের যৌথ প্রচেষ্টায় উভয় দেশকে নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধিশালী করে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।"  

 

আঁখি

×