
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নান্দাইল উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টা দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মাঝারুল হক ফকির। এসময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
রাজু