
ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, বিশ্বরোডের মুক্তিযুদ্ধ স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।পৌরসভার পক্ষে পৌর ও সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, মুক্তিযোদ্ধ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মডেল থানা, হাইওয়ে থানা, সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেণি পেশার মানুষেরা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ফুলে ফুলে ছেয়ে যায় মুক্তিযুদ্ধ স্তম্ভের বেদীতে।
সবশেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মায়মুনা