ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

মীরসরাইয়ে ২৪ ঘন্টার জন্য ১৪৪ ধারা জারি

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১২:০২, ২৬ মার্চ ২০২৫

মীরসরাইয়ে ২৪ ঘন্টার জন্য ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবগঠিত কমিটি এবং পদবঞ্চিত ক্ষুব্ধ কর্মীগণের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে মীরসরাইয়ে উত্তেজনা বিরাজ করছে।

২৬ মার্চ স্বাধীনতা দিবসে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়ার প্রস্তুতিকে ঘিরে বিএনপির দুইপক্ষের উত্তেজনা দেখা দিয়েছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তারই ধারাবাহিকতা মীরসরাই উপজেলার ৫০০ গজের মধ্যে আজ সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পযন্ত ১৪৪ ধারা জারী করা হয়েছে। 

মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টট মাহফুজা জেরিন বলেন, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা পরিষদের ৫০০ গজের মধ্যে আজ সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পযন্ত ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা অব্যাহত থাকবে। উক্ত সময়ে সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণ জমায়েত ও ৫ জনের অধিক চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা আয়োজনসহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

জানা গেছে, বুধবার সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীরা। অপরদিকে সকাল ১১ টায় উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে আরেকটি গ্রুপ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

মায়মুনা

×