ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

কালকিনিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ১১:৪৯, ২৬ মার্চ ২০২৫

কালকিনিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৈয়দ আবুল হোসেন কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা, মাদারীপুর-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আকন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মোল্লা প্রমুখ।

মায়মুনা

×