
ছবি:সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী, তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে আজকের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটি আবেগপূর্ণ বার্তা শেয়ার করেছেন। তিনি জানান, "আজকের দিনে মুক্ত আকাশের নীচে, প্রাণ ভরে মুক্ত বাতাস টেনে, মুক্ত-স্বাধীন ব্যক্তি হিসেবে মনের কথাগুলো বলতে পারছি - এর জন্য মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি।"
তিনি প্রথমেই সশ্রদ্ধ সালাম ও আন্তরিক কৃতজ্ঞতা জানান দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের প্রতি, শহীদ, আহত ও অক্ষত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি। তিনি বলেন, "দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আপনাদের স্যালুট জানাই। আপনাদের এই অসীম সাহসী ভূমিকা না হলে দুনিয়ার দোযখ, 'আয়নাঘর' এ ৬৯,৭৯৪ ঘন্টা কাটানোর পর আরো কত হাজার ঘন্টা থাকতে হতো তা আল্লাহই জানেন। আপনাদের কাছে আমি ও আমার পরিবারের সকল সদস্য চিরকৃতজ্ঞ।"
আজকের দিনে তিনি সকল শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন, আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন এবং জীবিত সকল মুক্তিযোদ্ধাদের দীর্ঘ, সুস্থ ও নেক হায়াত কামনা করেন। তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন প্রথম মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদেরও এবং তাদের জন্যও একই দোয়া রাখেন।
তিনি আরো দোয়া করেন, "এযাবৎ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা করতে গিয়ে যারা আহত ও নিহত হয়েছেন, মহান মালিক তাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং তাদের উত্তম প্রতিদান দিন।"
শেষে তিনি বলেন, "আজকের দিনে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ দেখার আশা নিয়ে এবং গড়ার স্বপ্ন নিয়ে দেশের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। স্কাই ইজ আওয়ার লিমিট!"
আঁখি