
ছবি: জনকণ্ঠ
বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে দলীয় কর্মসূচির অংশ হিসেবে নাগেশ্বরী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ ইফতার বিতরণ করা হয়। উপজেলার বাসস্ট্যান্ড হয়ে কলেজ মোড় পর্যন্ত প্রায় চার শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবদলের আহবায়ক আব্দুল্লাহ আল আরমান, সদস্য সচিব ইদ্রিস আলী, যুগ্ম আহবায়ক মামুন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। পরে, কর্মসূচির সমাপ্তি ঘোষণা বক্তব্যে দেশ ও জনগণের মঙ্গলের জন্য কাজ করে যেতে হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
শহীদ