ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না: চসিক মেয়র

চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২৩:৩২, ২৫ মার্চ ২০২৫

বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, "বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না। একটি শোষণহীন, বঞ্চনাহীন, মানবিক সাম্যের উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এ দেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল।"

মঙ্গলবার চট্টগ্রামের শাহ আমানত মাজার প্রাঙ্গণে ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক মেয়র।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, "১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রিতে নির্মম হত্যাযজ্ঞে সংক্ষুব্ধ হয়ে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন।"

তিনি আরও বলেন, "শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণায় দিশেহারা জাতি পেয়েছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয় মন্ত্র। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে নবীন সূর্যোদয়ের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। হাজার বছরের সংগ্রামমুখর এ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। যাদের জীবন-মরণ লড়াইয়ে মাত্র নয় মাসে আমরা বিজয় অর্জন করেছি, সেই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না।"

শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শাহজাদা আহসান উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহ আমানত (রাঃ) আওলাদে পাক, নগর বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লাহ খান, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, শাহজাদা হাবিব উল্লাহ খান মারুফ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল ও বিএনপি নেতা সৈয়দ আবুল বশর।

পরবর্তীতে ২৫শে মার্চের কালরাত্রি ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

নুসরাত

×