
ছবিঃ প্রতীকী অর্থে
রাজধানীর ডেমরার সারুলিয়ায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৮ টার দিকে একদল কিশোর গ্যাং দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুর করে ব্যাপক তাণ্ডব চালায়, এতে আসবাব-পত্রসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৮ টার দিকে সারুলিয়া রানী মহলের ঢালে অবস্থিত বিএনপির ওই কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় বিএনপি কর্মী সবুজ ও তাজুল ইসলাম গুরুতর আহত হন। দুর্বৃত্তরা তাদের মাথা ও পেটে ছুরিকাঘাত ও হাতুড়িপেটা করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীরা জানান, মঙ্গলবার রাতে বিএনপির কার্যালয়ে গাড়ি কেনাবেচা সংক্রান্ত একটি সালিশ অনুষ্ঠিত হয়। এতে ডেমরা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, যুবদল নেতা আহমদ ও তাঁতি দলের সাবেক আহ্বায়ক রফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সালিশ চলাকালীন নিঝুমবাগ এলাকার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে জামাই সোহাগ, শিশির, মিজানসহ ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। হামলাকারীদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে। বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, হামলার উদ্দেশ্য ছিল দলীয় কার্যালয়ে ভাঙচুর ও তাদের নেতাকর্মীদের মারধর করা।
এ বিষয়ে সারুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা জানান, গাড়ি কেনাবেচা নিয়ে সালিশ চলাকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। তবে বিএনপি নেতাকর্মীরা ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, বিএনপির কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইমরান