
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় পথশিশুদের সাথে ইফতার করলো স্বেচ্ছাসেবী সংগঠন ইউএফজি (ইউনিটি ফর গ্রুথ)।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে পটিয়া রেল স্টেশনে ছিন্নমূল মানুষ ও পথশিশুদের সাথে ইফতারের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এ সময় প্রায় ১০০ ছিন্নমূল মানুষ ও পথশিশুদের ইফতার করানো হয়। সমাজের অসহায়-দুঃস্থ মানুষের সাথে ইফতারের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইউএফজির ফাউন্ডার রাকিবুল হক হেলালী বলেন, "আজকের সন্ধ্যাটা অন্যরকম ছিল—ভালোবাসা, মানবতা আর একসাথে ইফতার করার আনন্দে ভরে উঠেছিল হৃদয়।"
তিনি আরও বলেন, "অসহায় ও পথশিশুদের সাথে ইফতার ভাগ করে নেওয়ার এই ক্ষণগুলো শুধু এক বেলার খাবার নয়, বরং ভালোবাসা ও সহমর্মিতার এক অনন্য অনুভূতি। ওদের হাসিমুখ, উজ্জ্বল চোখের তারায় যে প্রশান্তি লুকিয়ে থাকে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। আমাদের ছোট্ট প্রচেষ্টা যদি কারও মুখে একটুখানি হাসি ফোটাতে পারে, তবেই আমাদের দিনটা সার্থক। ভালোবাসা ছড়িয়ে দিন, মানবতার আলোয় আলোকিত হোক পৃথিবী!"
ইউএফজি'র এডমিন মোহাম্মদ নাজমুলের ব্যবস্থাপনায় সংগঠনের সদস্য জায়েদ, তালহা, বাবু, ইয়াছিন, ইমরান, ইয়ামিন, মাহির, শাওন, শাহী প্রমুখ অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন।
ইউএফজি ইতিপূর্বে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণসহ অসহায়দের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।
ইমরান