
ছবিঃ সংগৃহীত
কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করে বলেন, আপনারা ক্ষমতা পেয়ে নিজেদের আনন্দের স্রোতে ভাসিয়ে দিবেন না, বাংলাদেশের মানুষ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, ডিসেম্বরে নির্বাচন দিলে আমরা মনে করবো আপনারা বাংলাদেশের ভালো চান, বাংলাদেশের মানুষের ভালো চান। আগামী দিনে সুষ্ঠু সুন্দর পনেরো বছর পরে মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পাবে সেই আশা আপনাদের কাছে রইল।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধায় মাদারীপুরের ডাসার উপজেলার বীর মোহন উচ্চ বিদ্যালয় মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় গোপালপুর, বালীগ্রাম, কাজী বাকাই, ডাসার ও নবগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট জুলুমদের নির্যাতনে দুর্নীতিতে বাংলাদেশের আজকের যে অবস্থা, সেই অবস্থায় একটি দেশ চলতে পারে না। আমরা যদি নিজেদের বিবেককে পরিবর্তন না করি, আমরা যদি মানসিকতার পরিবর্তন না করি তাহলে দেশকে পরিবর্তন করা যাবেনা।
এসময় আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও আবদুস সালাম খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, ওলামা দলের সভাপতি মিজানুর রহমান শরিফ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন মফা, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এসএম তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গা-উজ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হাওলাদার, বিএনপি নেতা জব্বার বেপারীসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইমরান