ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা টুকু ও সাদেক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা 

প্রকাশিত: ২২:১০, ২৫ মার্চ ২০২৫

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা টুকু ও সাদেক গ্রেপ্তার

ছবি: জনকণ্ঠ

জেলা সদর ও খালিয়াজুরী উপজেলার দু’জন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন: জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি গাজী মোজাম্মেল হোসেন টুকু এবং খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান। 

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে টুকুকে জেলা শহরের মোক্তারপাড়া এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। অন্যদিকে সোমবার রাত দুইটার দিকে নূরপুর-বোয়ালি গ্রামের বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে সাদেকুরকে।  

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত নেত্রকোনার ১০টি থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্তত ৫৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামির সংখ্যা পাঁচ সহস্রাধিক। এর মধ্যে গাজী মোজাম্মেল হোসেন টুকু নেত্রকোনা মডেল থানার দুটি মামলার এবং সাদেকুর রহমান খালিয়াজুরী থানার দুটি মামলার আসামি। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, টুকুকে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। 

তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। অন্যদিকে ডিবি পুলিশের (পশ্চিম) ওসি আরমান আলী বলেন, সাদেকুরও নাশকতা ও বিস্ফোরক আইনের একাধিক মামলার আসামি। তাকে নিয়ে পুলিশের একটি টিম মাঠে অপারেশন করছে। এদিকে সাদেকুরের পরিবারের স্বজনরা দাবি করেন, রাজনৈতিক মামলা দায়েরের পরপরই পুলিশ সাদেকুরকে গ্রেপ্তার করে। কিছুদিন হাজতবাসের পর থেকে তিনি জামিনে মুক্ত ছিলেন।
 

শহীদ

×