ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

আখাউড়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 

প্রকাশিত: ২১:৪৬, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ২১:৪৮, ২৫ মার্চ ২০২৫

আখাউড়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ্ব মুশফিকুর রহমানের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। 

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপি'র সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলার বিএনপির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সাবেক যুব বিষয়ক সম্পাদক মনির হোসেন, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটন, আখাউড়া উপজেলা জামায়াতের আমির ইকবাল হোসেন ভূইয়া, সেক্রেটারি বোরহান উদ্দিন খান প্রমুখ। 

দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা করেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন। অনুষ্ঠানে আখাউড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় হাজার খানেক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।

ইমরান

×