ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

কাপাসিয়া প্রশাসনকে বার বার জানিয়েও প্রতিকার মিলছে না

টয়লেটের ময়লা পানি রাস্তায়, ভোগান্তি

সংবাদদাতা কাপাসিয়া, গাজীপুর

প্রকাশিত: ২১:২০, ২৫ মার্চ ২০২৫

টয়লেটের ময়লা পানি রাস্তায়, ভোগান্তি

মলমূত্র মিশ্রিত ময়লা পানির দুর্গন্ধে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে

বিভিন্ন বাসাবাড়ির টয়লেটের মলমূত্র ও দূষিত ময়লা পানি রাস্তার উপর ফেলায় চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তি এবং বিপাকে পড়েছেন মসজিদের মুসল্লিরা। দীর্ঘদিন ধরে রাস্তার উপরে টয়লেটের ময়লা পানি অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি বার বার অবহিত করার পরও  মিলছে না কোনো প্রতিকার।

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলীর মেইন গেটের সামনে রাস্তার উপর টয়লেটের মলমুত্র ও দূষিত ময়লা পানি ফেলার এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সরেজমিনে গেলে  ভুক্তভোগী এলাকাবাসীদের মধ্যে বাদশা খান, মো, শরীফ হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, কিরণ মিয়া, মুসল্লি সবুজসহ  ৮-১০ জন ব্যক্তি অভিযোগ করেন, কাপাসিয়া উপজেলা সদরের মেইন সড়ক এটি এ-ই সড়ক দিয়ে ঢাকা-কিশোরগঞ্জ, ভৈরব কালিগঞ্জের হাজারের অধিক লোকজন যাতায়াত করে।

এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার পাশে রয়েছে কাপাসিয়া কিন্ডারগার্ডেন, কাপাসিয়াস ক্যাডেট স্কুল উপজেলা কেন্দ্রীয় গ্রামে মসজিদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কওমি মাদ্রাসা, বৃহৎ হাট বাজার। প্রতিদিন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, হাজার হাজার শ্রমিক এবং এলাকাবাসী যাতায়াত করে থাকেন। রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা বাসাবাড়ির টয়লেটের সেফটি ট্যাংকির মলমূত্র ও দূষিত ময়লা পানি ফেলার কারনে দুর্গন্ধে চলাচল দুষ্কর হয়ে পড়েছে।

ছড়িয়ে পরছে নানা রোগ। বিষয়টি উপজেলা প্রশাসনের নাকের ডগায় থাকলেও টনক নরেনি উপজেলা প্রশাসনের। বিষয়টির দিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি এলাকাবাসীর।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন ঘটনাস্থল পরিদর্শন করে অতি দ্রুত দূষিত ময়লা পানি নিষ্কাশন ও বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। এই দূষিত পানির দুর্গন্ধে বড় ধরনের রোগবালাই সৃষ্টি হতে পারে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অতি দ্রুত ময়লা পানি নিষ্কাশন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×