ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

গাজীপুরের বিচারিক আদালত মনিটরিং

সবকিছুর ঊর্ধ্বে থেকে ন্যায় বিচার দিতে হবে: বিচারপতি জাহাঙ্গীর হোসেন

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ১৯:৫৬, ২৫ মার্চ ২০২৫

সবকিছুর ঊর্ধ্বে থেকে ন্যায় বিচার দিতে হবে: বিচারপতি জাহাঙ্গীর হোসেন

ছবি: বিচারপতি জাহাঙ্গীর হোসেন

গাজীপুরের বিচারিক আদালত পরিদর্শন করেছেন ঢাকা-১ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টসের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন।

মঙ্গলবার তিনি গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালত, গাজীপুরের মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের অধীন বিভিন্ন আদালত পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বিভিন্ন দপ্তরে যান এবং বেশ কয়েকটি এজলাসে উঠে বিচার কাজ পর্যবেক্ষণ করেন। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে গাজীপুরের জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে সকল বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিয়ে মতবিনিময় সভা করেন।

এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) এ কিউ এম নাছির উদ্দিন, শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) মাকসুদা খানম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সালাম, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক উপস্থিত ছিলেন। এর আগে সকালে তিনি গাজীপুরে এসে পৌছেন।

মতবিনিময় সভায় বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিভিন্ন আদালতের মামলা নিস্পত্তির তথ্য নেন এবং সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি, বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সরকারের সংশ্লিষ্ট মহলকে জ্ঞাত করে সমাধানের আশ্বাস দেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমাদের বিচার বিভাগের যে কার্যক্রম এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেন সুষ্ঠু সঠিকভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারি এজন্য মাননীয় প্রধান বিচারপতি যে মনিটরিং কমিটি গঠন করেছেন সে মনিটরিং কমিটির কার্যক্রম শুরু করেছি গাজীপুরে প্রথম।  গাজীপুরে আমাদের যারা বিচার কাজে নিয়োজিত আছেন তাদের মধ্যে একটি বিচার করার ক্ষেত্রে সাহসিকতায় সবকিছুর ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার দিতে হবে। আমরা যেন কাজগুলো ঠিকভাবে করতে পারি এবং দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে আনতে পারি।

তিনি আরো বলেন, নির্বাচন সামনে, এ পর্যন্ত আমাদের বিচার বিভাগের যে দায়িত্ব তা পালন করব। আমাদের মাননীয় প্রধান বিচারপতি বিশেষ করে রোড ম্যাপ দিয়েছেন, ১২ দফা নির্দেশনা দিয়েছেন, এটাকে আমরা গাইডলাইন ধরে আমরা বিচার বিভাগকে সামনের দিকে নিয়ে যাব।

শিলা ইসলাম

×