
ঢাকার ধামরাইয়ে অসহায়, এতিম ও পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে বাংলাদেশ আর্ত মানবতা ফাউন্ডেশন।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার জয়পুরা বাজারের পূর্বপাশে নূরে-নূর জাহান হোটেল এন্ড রেস্টুরেন্টর সামনে ঈদের নতুন পোশাক বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আর্ত-মানবতা ফাউন্ডেশন (বাফ) এর সভাপতি ও সাম্প্রতিক দেশকাল পত্রিকার সম্পাদক মো. ইলিয়াস উদ্দিন পলাশ।
আফাজ উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপুর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধরণ সম্পাদক শওকত হোসেন সৈকত ও যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ক্যাপ্টেন নাহিদ ফেরাজী, ফাউন্ডেশনের সদস্য মো. সাইফুল ইসলাম, মো. সোহেল রানা প্রমুখ।
সজিব